11/03/2022 12:41:14 PM Sweta Mitra 74
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় অনুব্রতর রক্ষাকবচের আবেদন কানে তুলল না হাইকোর্ট। এ বিষয়ে আদালতের তরফ থেকে জানানো হয়, এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই। বিকল্প আইনি ব্যবস্থা আছে, চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন অনুব্রত। আদালতের দাবি, গৃহবন্দি থাকার মতো শারীরিক অবস্থা অনুব্রত মণ্ডলের নয়। তাঁকে তো সাক্ষী হিসেবে ডেকে পাঠানো হয়েছে। সিবিআই-এর হাত কেন আদালত বেঁধে দেবে?