নিজস্ব সংবাদদাতাঃ মা হচ্ছেন লিসা হেডেন– এ খবর অজানা ছিল না। জুন মাসে তৃতীয় সন্তান আসার খবরও জানিয়েছিলেন অনুরাগীদের। কিন্তু মা যে হয়ে গিয়েছেন তিনি, ঘরে এসে গিয়েছে নতুন অতিথি, এ খবর সোশ্যাল মিডিয়ায় একেবারেই চেপে গিয়েছিলেন এই মডেল-অভিনেত্রী। কিন্তু অনুরাগীর প্রশ্নে, গোপন কথাটি রহিল না গোপনে! জানা গেল, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি সম্প্রতি। জানালেন খোদ লিসাই।