মালাইকার প্রতি বিরক্ত অর্জুন, তবে কি মন ভাঙতে চলেছে অভিনেত্রীর
02/07/2021 10:03:52 AM Sanchita Palit 586
নিজস্ব সংবাদদাতাঃ অর্জুন কাপুর ও মালাইকার সম্পর্ক খোলা বইয়ের মত। প্রত্যেকের মুখে মুখে ফেরা এই সম্পর্কের কাহিনিতে থাকা দুই তারকা নিজেদের জীবন নিয়ে কী সিদ্ধান্ত নিতে চলেছেন, প্রশ্ন সকলেরই মনে। কিন্তু এমন পরিস্থিতিতে বিয়ে নিয়ে এ কী মন্তব্য করে বসলেন অর্জুন, তবে কী মন ভাঙতে চলেছে মালাইকার? বর্তমানে লিভ ইনে রয়েছে এই জুটি। এক সাক্ষাৎকারে অর্জুন কাপুরকে জিজ্ঞেস করা হয়, তিনি বিয়ে করছেন এমনটাই খবর রটেছে, তা কী সত্যি! বিরক্তির সঙ্গে উত্তর দিয়েছিলেন অর্জুন। অর্জুনের এই মন্তব্যর পরই স্পষ্ট হয়ে যায় যে তিনি বিয়ে নিয়ে বর্তমানে বিন্দুমাত্র ভাবছেন না। উল্টে বিয়ের নামে উল্টো পথে হাঁটার ইঙ্গিতই মিলেছিল সেই দিন। তবে কী মালাইকার মন ভাঙতে চলেছে, অর্জুনের মন্তব্যে জল্পনা তুঙ্গে।