দিল্লির আকাশে ক্ষমতা দেখাল ৭৫ যুদ্ধবিমান ও কপ্টার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দিল্লির আকাশে ক্ষমতা দেখাল ৭৫ যুদ্ধবিমান ও কপ্টার

নিজস্ব সংবাদদাতাঃ  বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সাধারণতন্ত্র দিবস উদযাপন। দিল্লির আকাশে পরাক্রম প্রদর্শন করল রাফাল-মিগ-চিনুক-জাগুয়ার। আর শত্রুর বুকে কাঁপুনি ধরিয়ে দিল্লি রাজপথে ক্ষমতা প্রদর্শন সেঞ্চুরিয়ান-অর্জুন-ভীষ্ম-হাউৎজারের। আবার দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মাধুর্য তুলে ধরলেন শিল্পীরা। সবমিলিয়ে সাধারণতন্ত্র দিবসে গোটা বিশ্ব সাক্ষী থাকল এক অনন্য ভারতের। যে শত্রুর চোখে চোখ রেখে জবাব দিতে জানে। আবার বহুল বৈচিত্র্যকে আপন করে নিয়ে নয়া ঐতিহ্য গড়ে। বৃহত্তম ‘ফ্লাইপাস্ট’ প্রদর্শিত হয় দিল্লির আকাশে। মেঘের চাদর সরিয়ে আকাশে কারিকুরি দেখায় চিনুক-জাগুয়ার-রাফালে। তাঁরা কখনও গঠন করেছে রুদ্রের আকার, কখনও বা তেরঙ্গার আকৃতি আবার কখনও একলব্য। নজর কেড়েছে রাফালে, জাগুয়ার, মিগ-১৯ এবং এসইউ-২০ এর ‘বাজ’ ফরমেশনও।