23/01/2022 11:08:09 AM Sweta Mitra 52
নিজস্ব সংবাদদাতাঃ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে তাঁকে স্মরণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে কেন্দ্রের কাছে এই আর্জি জানালেন যে নেতাজীর জন্মদিবসে জাতীয় ছুটি ঘোষণা করা হোক। এদিন মমতা টুইট করে বলেন, এ বছর প্রজাতন্ত্র দিবসে ট্যাবলোতে নেতাজি ছাড়াও আমাদের দেশের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী স্মরণে বাংলার অন্যান্য বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকা তুলে ধরা হবে। সমগ্র দেশ যাতে এই জাতীয় নায়ককে শ্রদ্ধা নিবেদন করতে পারে এবং যথোচিত মর্যাদায় দেশনায়ক দিবস পালন করতে পারে, সেজন্য কেন্দ্রের কাছে নেতাজীর জন্মদিন দিবসে ছুটি ঘোষণা করতে ফের অনুরোধ জানাচ্ছি।
Homage to Deshnayak Netaji Subhas Chandra Bose on his 125th birth anniversary. A national and global icon, Netaji’s rise from Bengal is unmatched in the annals of Indian history. (1/7)
— Mamata Banerjee (@MamataOfficial) January 23, 2022