12/01/2022 21:10:00 PM Mousumi Mondal 136
নিজস্ব সংবাদদাতাঃ আইএসএল-এর যাত্রায় এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। গতকালের ম্যাচ নিয়ে সমর্থকরা একটু হোলেও আশাবাদী ছিল। কিন্তু সেই আশাও বিফলে গেল জামশেদপুরের কাছে ১ গোল খেয়ে। কিন্তু দল হেরে গেলেও দলের ছেলেদের লড়াইয়ে বেজায় খুশি ইস্টবেঙ্গল কোচ রেনেডি সিংহ। তিনি বলেন, "ম্যাচের একে বারে শেষে এসে গোল খেয়ে হার খুবই দুঃখজনক। তবু বলব, দলের ছেলেরা যে ভাবে খেলেছে, তাতে ওদের নিয়ে আমি গর্বিত। ওদের এই দায়বদ্ধতা পরের ম্যাচগুলোতেও রাখতে হবে, তা হলে দলের উন্নতিই হবে।"