আতঙ্কিত হবেন না, মহানগরবাসীকে পরামর্শ স্বাস্থ্য দফতরের

author-image
Harmeet
New Update
আতঙ্কিত হবেন না, মহানগরবাসীকে পরামর্শ স্বাস্থ্য দফতরের



নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের পাশাপাশি দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। সেইসঙ্গে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। পরিসংখ্যান বলছে, মিনিটে মিনিটে কলকাতা শহরে বাড়ছে ওমিক্রনের ভাইরাস। যদিও রাজ্যের স্বাস্থ্য দফতর মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণকারী স্বাস্থ্য বিভাগের বিশেষ টাস্ক ফোর্স উল্লেখ করেছে যে দুটি টিকাপ্রাপ্ত ব্যক্তিদের কিছু উপসর্গ দেখা দিতে পারে তবে ব্যক্তির বিপুল কোমর্বিডিটি না থাকলে ওমিক্রন তাঁর ওপর মারাত্মক হওয়ার সম্ভাবনা নেই। স্বাস্থ্য বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফোনে এএনএম নিউজকে জানান, ''এটি অনেকটা পাঁচ দিনের ফ্লুর মতো। যা সময়মতো ঠিক হয়ে যাবে।" সম্প্রতি এক সমীক্ষা করে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে সরকার আশা করছে জানুয়ারির শেষের দিকে ওমিক্রন ভাইরাস কমে যেতে পারে। দয়া করে সকলে মুখে মাস্ক পড়ুন এবং কোভিড বিধি মেনে চলুন।