৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
04/01/2022 17:08:48 PM Pallabi Sanyal 72
নিজস্ব সংবাদদাতা : লাগামছাড়া সংক্রমণের জেরে যখন জারি হয়েছে বিধিনিষেধ, সিনেমা হল ও থিয়েটারে ৫০ শতাংশ দর্শকের উপস্থিতিতে গ্রিন সিগন্যাল মিলেছে নবান্নের তরফে। তাও সংশয় একটা ছিলই। কী হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের? শেষ পর্যন্ত হতাশ হতে হল না সিনেমাপ্রমীদের। কারণ শুরু হতে চলেছে সিনমার উৎসব। আয়োজকদের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে টানা ১ সপ্তাহ চলবে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পাশাপাশি এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে ১৬০টি সিনেমার ২০০টি শো আয়োজন করা হবে।