18/12/2021 14:09:56 PM Aniruddha Chakraborty 44
নিজস্ব সংবাদদাতাঃ টানা চার ম্যাচে এটিকে-মোহনবাগানের ব্যর্থতা নিয়ে ঝড় বইছে। রয় কৃষ্ণা, হুগো বোমাসরাও ছন্দে নেই। স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন উঠছিল হাবাসের। তাই আইএসএলের মাঝপথেই দায়িত্ব ছেড়ে দিলেন স্প্যানিশ কোচ। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র করার পর হতাশা গোপন করেননি হাবাস। প্লে-অফে টিম পৌঁছতে পারবে কিনা, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। কোচ হিসেবেও যে খুব একটা স্বস্তিতে ছিলেন না, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাই সময় থাকতেই সরে গেলেন তিনি। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আপাতত দায়িত্ব সামলাবেন সহকারী কোচ মানুয়েল কাসকালানা।