15/12/2021 17:02:50 PM Sweta Mitra 89
নিজস্ব সংবাদদাতাঃ শিয়রে পুরভোট। তার আগেই ফুলবাগানের জনসভায় প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়া থেকে ফিরেই তিনি প্রচারে বেরিয়ে পড়েছেন। এদিন ফুলবাগানের সভা থেকে তিনি বলেন, 'বিধানসভা ভোটের আগে অনেকেই ভয় পাচ্ছিলেন। কিন্তু মানুষ জবাব দিয়েছে। ত্রিপুরায় আমাদের ওপর অত্যাচার হয়েছে। দেশজুড়ে বাংলার গর্ব প্রচার করছি। বাংলাকে দেখে শেখার কথা বলেছি। সাংসদ-বিধায়করা সভ কাজ করতে পারেন না। কলকাতা এখন স্বপ্নের শহর। কলকাতায় জলের উপর কর দিতে হয় না। এখানে আমি বিনামূল্যে রেশন, চিকিৎসা দিচ্ছি।