তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত জামুড়িয়া

author-image
Harmeet
New Update
তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত জামুড়িয়া

হরি ঘোষ, জামুড়িয়াঃ তৃণমূল সিপিএম সংঘর্ষে উত্তপ্ত জামুড়িয়ার কেন্দা গ্রাম। একাধিক বাড়িতে ও গাড়িতে অগ্নিসংযোগ। বোমা গুলি চালানোর অভিযোগ একে অপরের বিরুদ্ধে। এ ঘটনায় আহত বেশ কয়েকজন। সিপিএম সমর্থক এর পরিবারের ছেলে রোহিত বাউরী জানান, গতকাল সন্ধ্যায় কয়েকজন তৃণমূল কর্মী তাদেরকে আটকে জিজ্ঞাসা করে যে তার পরিবারের লোকজন কেন ভোটে সিপিএমের পোলিং এজেন্ট হিসেবে বসেছিল? তারা জানান পরিবারের লোক সিপিএম করলেও তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। এরপরে তাঁকে ও তার সঙ্গীর উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী। এর প্রতিবাদে তারা অভিযুক্তদের বাড়ি গিয়েছিল। পরে পুলিশকে জানানো হয়। সেসময় বহিরাগত দুষ্কৃতীদের জোর করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের দুটি পাড়ায় হামলা চালায়। বোমা, গুলি, রড নিয়ে বাউরি পাড়ার একাধিক বাড়িতে তাণ্ডব চালায়। প্রাক্তন সিপিএম পঞ্চায়েত প্রধান কৃষ্ণা বাউরীর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। তিনটি মোটরবাইক পুড়িয়ে দেওয়া হয়। এই মুহূর্তে তারা চরম আতঙ্কে রয়েছেন।

জামুড়িয়া দু'নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার ভট্টাচার্য জানান গতকাল মদের দোকানকে কেন্দ্র করে বচসা শুরু হয়। এরপর বিজেপি ও সিপিএম যৌথভাবে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে ঘর ভাঙচুর করে। এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্য বিজেপি সিপিএম যৌথভাবে আক্রমণ চালিয়েছে। কেন্দা গ্রামের একাধিক বাড়িতে ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বোমা, গুলি চালানোর অভিযোগ একে অপরের বিরুদ্ধে। এ ঘটনায় আহত বেশ কয়েকজন।





আরও খবরঃ

For more details visit www.anmnews.in

Follow us at https://www.facebook.com/newsanm