26/10/2021 16:41:34 PM Sweta Mitra 221
নিজস্ব সংবাদদাতাঃ থামতেই চাইছে না সংঘাত। আবারও একবার ত্রিপুরায় আক্রান্ত হল তৃণমূল, ভাঙা হল গাড়ি। জানা গিয়েছে, অমরপুর নতুন বাজারে দলীয় সভায় যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ভেঙে দেওয়া হয়েছে প্রচারে যাওয়ার গাড়ি।