আফগানিস্তানের প্রভাব পড়তে পারে জম্মু-কাশ্মীরেও, দুশ্চিন্তার বানী সেনা প্রধানের

author-image
Harmeet
New Update
আফগানিস্তানের প্রভাব পড়তে পারে জম্মু-কাশ্মীরেও, দুশ্চিন্তার বানী সেনা প্রধানের

​নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের (Afghanistan) পরিস্থিতির প্রভাব পড়তে পারে জম্মু-কাশ্মীরেও (Jammu Kashmir)। শনিবার এমনটাই বলে উদ্বেগ প্রকাশ করলেন সেনা প্রধান (CDS) বিপিন রাওয়াত (Bipin Rawat)। তিনি বললেন, “আফগানিস্তানে যা হচ্ছে, তার প্রভাব জম্মু-কাশ্মীরেও পড়তে পারে। আমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে।”অসমের গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে সেনা প্রধান বলেন, “আফগানিস্তানে কী হচ্ছে, তা সবারই জানা। এর প্রভাব জম্মু-কাশ্মীরের উপরও পড়তে পারে। আমাদের এর জন্য প্রস্তুতি নিতে হবে। সীমান্তগুলি সিল করা এবং কড়া নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাইরে থেকে কে বা কারা আসছে, তার উপর কড়া নজর রাখতে হবে। নিয়মিত পরীক্ষা চালাতে হবে।”