নিজস্ব সংবাদদাতাঃ ঘোষিত হল এই বছরের রসায়নে নোবেল জয়ীদের নাম। ২০২১ সালের রসায়নে নোবেল পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে দুই বিজ্ঞানীকে। বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ডাব্লুউ সি ম্যাকমিলান। অনু তৈরির নতুন কৌশল আবিস্কারে তাঁদের অসামান্য কৃতিত্বের জন্য দুই বিজ্ঞানীকে এই বছর নোবেল সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। ‘অ্যাসিমেট্রিক অর্গানোক্যাটালিসিস’ হল একধরনের অনু তৈরির কৌশল। অনু তৈরির এই নতুন কৌশলটি আবিস্কার করেছেন এই বছরের নোবেল জয়ী বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ডাব্লুউ সি ম্যাকমিলান। আজ রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের তরফে নোবেল পুরস্কার কর্তৃপক্ষের মহাসচিব গোরান হ্যানসন চলতি বছরের রসায়নে নোবেলের জন্য লিস্ট ও ম্যাকমিলানের নাম ঘোষণা করেন।