অস্ত্র হাতেই চিড়িয়াখানায় ঘুরতে গেল তালিবানরা

author-image
Harmeet
New Update
অস্ত্র হাতেই চিড়িয়াখানায় ঘুরতে গেল তালিবানরা

​নিজস্ব সংবাদদাতাঃ কারোর হাতে AK-47, কারোর কাছে আবার এম ১৬ অ্য়াসল্ট রাইফেল। তবে অস্ত্রশস্ত্রে মন নেই তালিবানি যোদ্ধাদের, কারণ সামনে রয়েছে এক অলীক বিস্ময়। আফগানিস্তান দখলের পর কাজের ফাঁকে এ বার দেশ ভ্রমণে বেড়িয়েছে নয়া তালিবানি যোদ্ধারা। ঘুরতে ঘুরতে চিড়িয়াখানায় পৌঁছেই অবাক তাঁরা। একসঙ্গে এত ধরনের জীবজন্তু দেখে তাদের আর বিস্ময়ের শেষ নেই। তালিবানি যোদ্ধাদের মধ্যে অধিকাংশই এসেছে আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চল থেকে। আফগানিস্তান এর ক্ষমতা দখল করতে বেরিয়েই তারা প্রথমবার শহরে পা রেখেছে। জীবনে চিড়িয়াখানা দর্শনও এই প্রথম। তাই কিছু ঘণ্টার জন্য নিজেদের পরিচয় ভুলে মনের ভিতরের শিশুটাকেই জাগিয়ে তুলেছিল তালিবান সৈন্যরা।





Once Destroyed By War, Kabul Zoo Is Back to Life. All Thanks to India And  China