19/03/2023 07:49:34 AM Aniket 238
নিজস্ব সংবাদদাতা: মুম্বাইয়ে মাকে টুকরো টুকরো করে কাটলো মেয়ে। প্রথমে খুন করে তারপর একটি ছুরি ও মার্বেল কাটার দিয়ে মায়ের দেহকে ৫ টুকরো করে অভিযুক্ত রিম্পল জৈন। মৃতদেহ উদ্ধার হয় লালবাগ-পেরু কম্পাউন্ড এলাকায়। অভিযুক্ত রিম্পল জৈন পুলিশি হেফাজতে রয়েছে। কেনও এই খুন তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
Mumbai | A woman, Rimple Jain, 23, murdered her mother & chopped her body into 5 pieces using a knife & marble cutter. Victim's body was found in Lalbaug-Peru Compound area on March 18. Accused daughter is in police custody. Six more people were interrogated: Police
— ANI (@ANI) March 19, 2023