কলকাতায় এলেন জিতেন্দ্র তিওয়ারিকে


19/03/2023 02:22:02 AM   Poulami Das         59







নিজস্ব সংবাদদাতাঃ গ্রেফতারির পর কলকাতায় নিয়ে আসা হল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ ঘিরে এক কর্মসূচিতে পদপিষ্ট তিনজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় আজ উত্তর প্রদেশের নয়ডা থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। যদিও আসানসোলের প্রাক্তন মেয়রের দাবি, তিনি কোনও অন্যায় করেননি, তিনি নির্দোষ। এদিন কলকাতা বিমানবন্দর থেকে নামার পর জিতেন্দ্রকে মেডিকেল চেকআপের জন্য দমদম পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, ‘এই সরকার মনে করছে, আমাকে জেলে রাখলে এগিয়ে যাবে। তাই জেলে রাখছে। আমি ক্রাইম করিনি।’





আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221383
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221380
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm  











TAGS :        West Bengal Kolkata anm news latest news breaking news trending news Kolkata airport bjp Jitendra Tiwari