বেলুচ জনগণের বিরুদ্ধে নৃশংসতা ইউএনএইচসিআর-এ তুলে ধরা হয়েছে


19/03/2023 01:46:15 AM   Poulami Das         183







নিজস্ব সংবাদদাতাঃ বেলুচ রাজনৈতিক ও মানবাধিকার কর্মী মুনির মেঙ্গাল শনিবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে (ইউএনএইচআরসি) বেলুচ জনগণের বিরুদ্ধে নৃশংসতার বিষয়টি তুলে ধরেন এবং বেলুচিস্তানের পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে পদক্ষেপ নিতে জাতিসংঘ পরিষদের প্রতি আহ্বান জানান। ইউএনএইচআরসিকে উদ্দেশ্য করে মেঙ্গাল বলেন, 'পাকিস্তানে বেলুচ জনগণের বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘনের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে আমি আপনার সামনে দাঁড়িয়েছি। বেলুচ জনগণ গুম, প্রত্যর্পণ হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া সহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে।'





আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221382
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221379
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm  











TAGS :        international anm news latest news breaking news trending news pakistan