নিজস্ব সংবাদদাতাঃ এক উঠতি মডেলকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এক ফ্রিল্যান্স ফটোগ্রাফারের বিরুদ্ধে। অবশেষে গুজরাট হাইকোর্ট থেকে জামিন পেলেন তিনি। তার বয়স ৫৫ বছর। এদিকে তিনি আদালতে জানিয়ে দেন, আমি ধর্ষণ করব কী করে, তিন বারই তো আমার লিঙ্গ উত্থান হয়নি।এরপরই প্রশান্ত ধনক নামে এই ফটোগ্রাফারের জামিন মঞ্জুর করেছে আদালত। এদিকে ওই উঠতি মডেলের অভিযোগ ছিল কাজ দেওয়ার বিনিময়ে তাকে ধর্ষণ করেছে ওই ব্যক্তি।