18/03/2023 20:30:33 PM Pritam Santra 501
নিজস্ব সংবাদদাতাঃ চরম উত্তেজক ম্যাচ। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে চলছে এবারের ইন্ডিয়ান সুপার লীগের ফাইনাল ম্যাচ। পেনাল্টি থেকে গোল করে এটিকে মোহন বাগানকে প্রথমে এগিয়ে দিয়েছিলেন দিমি পেত্ৰাতস। বিরতির কিছুক্ষণ আগে পেনাল্টি থেকে সেই গোল শোধ করেন সুনীল ছেত্রী। হাফটাইমে এটিকে মোহন বাগান বনাম বেঙ্গালুরু এফসির খেলার ফল ১-১।
Late drama in the first half sees @bengalurufc draw level with @atkmohunbaganfc at the break! 😍#ATKMBBFC #HeroISL #HeroISLFinal #LetsFootball #ATKMohunBagan #BengaluruFC pic.twitter.com/kqqrcd3NEa
— Indian Super League (@IndSuperLeague) March 18, 2023