18/03/2023 20:10:48 PM Pritam Santra 107
নিজস্ব সংবাদদাতাঃ ফিরহাদ হাকিমের গলায় কবিতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, "কন্ঠ আমার রুদ্ধ আজি, বাঁশি সংগীতহারা"। কেন এমনটা বললেন মেয়র? সেই প্রশ্নের উত্তর দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, "কণ্ঠ রুদ্ধ হওয়ার কথাই ছিল। যারা তৃণমূলের জন্মলগ্নে ছিল তারাই আজ ব্রাত্য। ভাইপো নির্দেশ দিলেই ফিরহাদের কণ্ঠ আবার খুলে যাবে।"