18/03/2023 20:10:31 PM Aniket 274
নিজস্ব সংবাদদাতা: এবার ৪৯ লক্ষ টাকার মাদক উদ্ধার করেছে মুম্বাই পুলিশ। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ইউনিট ৬ সান্তাক্রুজ এলাকা থেকে এই বিশাল মূল্যের মাদক উদ্ধার করেছে। ঘটনায় পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে।
Mumbai Crime Branch Unit 6 arrested five drug peddlers from Santacruz area and seized drugs worth Rs 49 Lakhs in the international market. Case registered under NDPS Act. Further investigation is underway: Mumbai Police
— ANI (@ANI) March 18, 2023