18/03/2023 19:32:53 PM Pritam Santra 243
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার কালীঘাটে বৈঠকের পর কি অভিমান করেছেন ফিরহাদ হাকিম? শনিবার সাংবাদিকদের করা এক প্রশ্নের প্রেক্ষিতে কবিতার লাইনের মাধ্যমে উত্তর দিয়েছেন মেয়র। বলেছেন, "কন্ঠ আমার রুদ্ধ আজি, বাঁশি সংগীতহারা"। মহানাগরিক এদিন আরও বলেছেন, "দলের শৃঙ্খলা রয়েছে। মিডিয়ায় বলার জন্য মুখপাত্ররা রয়েছেন।"