18/03/2023 19:20:06 PM Anusmita 250
নিজস্ব সংবাদদাতা: স্ত্রীকে নিয়মিত ধর্ষণ করত স্বামী। তাতে যোগ দিতো শ্বশুরও। বাবা আর ছেলে বাড়ির বউয়ের উপর দীর্ঘদিন ধরে চালিয়েছে অত্যাচার। ঘটনাটি উত্তরপ্রদেশের ভাদোহীর। শ্বশুর এবং স্বামীকে ১৪ বছর এবং ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। ৩০ বছর বয়সি মহিলার অভিযোগের ভিত্তিতে আগেই দুজনকে গ্রেফতার করলেও জামিনে পায় মুক্তি। পরে আদালতের রায়ের পর দুজনকে ফের গ্রেফতার করা হয়েছে।