18/03/2023 18:40:29 PM Aniket 326
নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে মুদির অর্ডার ডেলিভারি দিতে গিয়ে বিপাকে পড়ল দুই ডেলিভারি বয়। তরুণ সুরি নামে এক ব্যক্তির বাড়িতে ডেলিভারি দিতে গিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয় বলে অভিযোগ। অভিযোগ, টাকা ফেরত নিয়ে বচসার সূত্রপাত হয়। ঘটনায় তরুণ সুরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
A case was registered after 2 Blinkit delivery persons named Aman & Gurpal Singh were found physically assaulted at the residence of Tarun Suri who ordered the groceries. According to delivery person Gurpal, Tarun Suri allegedly misbehaved over the money change: Delhi Police
— ANI (@ANI) March 18, 2023