নিজস্ব সংবাদদাতাঃ যৌনতার উত্তেজনাই যদি ডেকে আনে মৃত্যু? যদি মিলনের মাঝে আচমকা থমকে যায় জীবনের গতি? তেমনই এক ঘটনার সাক্ষী থেকেছিল বিশ্বের এক দেশ। একটি যুবকের মৃত্যু ডেকে এনেছিল সঙ্গম। অতিরিক্ত উত্তেজনাই তাঁর কাল হয়েছিল। জানা গেছে, ভাড়া করা ঘরের বিছানায় তিনি সঙ্গীর সঙ্গে যৌনতায় লিপ্ত হন। আর সেইসময় ঘটে মৃত্যু। চিকিৎসকরা জানান, প্রবল যৌন উত্তেজনার জেরে মস্তিষ্কের রক্তনালি ফেটে তাঁর মৃত্যু হয়।