18/03/2023 17:43:18 PM Anusmita 75
নিজস্ব সংবাদদাতা: বিয়ের দিনই পড়েছে ধর্মঘট। অগত্যা উপায়? পায়ে হেঁটেই কনের বাড়ি যেতে হলো বর বাবাজিকে। ২৮ কিমি রাস্তা পেরিয়ে হবু শ্বশুরবাড়ি। সারারাত ধরে হাঁটলো ছেলেটি। ঘটনা ওড়িশার কল্যাণসিংহপুরে। বিয়ে করতে যাওয়ার জন্য চারখানা গাড়ি ঠিক করা হলেও কাজে আসলো না কোনওটাই।