নিজস্ব সংবাদদাতা : বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন-অনশন অব্যাহত। ইতিমধ্যেই অনশনকারীদের সঙ্গে দেখা করেছেন বেশ কিছু বিরোধী দলের নেতারা। এবার ধর্না মঞ্চে ধাক্কা দেওয়া হল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। সংখ্যালঘুদের জন্য কী করেছেন? এই প্রশ্ন তুলে এক ব্যক্তি বিধায়ককে ধাক্কা দেন বলে অভিযোগ। এখন প্রশ্ন হল কে এই ব্যক্তি? নওশাদ জানান, ধর্না মঞ্চে থাকা আন্দোলনকারীদের কেউ তাকে ধাক্কা মারেননি। এই ঘটনা আন্দোলন ভেস্তে দেওয়ারও ছক হতে পারে। বিধায়কের পাশাপাশি এই ঘটনায় প্রশ্ন উঠছে আন্দোলনকারীদের নিরাপত্তা নিয়েও।