নিজস্ব সংবাদদাতাঃ ব্যাট হাতে কিছুতেই রান করতে পারছিলেন না লোকেশ রাহুল। টেস্ট ক্রিকেট থেকে বাদ পড়তে হয়েছিল তাকে।তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বইয়ের মাঠে প্রথম একদিনের ম্যাচে জবাব দিলেন রাহুল। রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে ভারতকে ম্যাচ জেতালেন তিনি। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া মাত্র ১৮৮ রান করেছিল। শামি এবং সিরাজের অসাধারণ বোলিং হার মানিয়েছিল অস্ট্রেলিয়াকে। ৩৫.৪ ওভারে ১৮৮ রানেই অল আউট হয়ে যায় স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দল।