17/03/2023 15:09:09 PM Anusmita 130
নিজস্ব সংবাদদাতা: চাকরির প্রতিশ্রুতি দিয়ে হোটেলে নিয়ে গিয়ে ২৫ বছরের এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠল স্ট্যান্ড আপ কমেডিয়ান খয়ালী সহারনের বিরুদ্ধে। আম আদমি পার্টির কর্মী ও ওই অভিনেতাকে গ্রেফতার করেছে জয়পুর থানার পুলিশ। অভিযোগ, তরুণীকে হোটেলে নিয়ে এসে মদ্যপান করে তাঁকে ধর্ষণ করেন অভিনেতা। খবর, হোটেলে দুটি ঘর বুক করে খয়ালি নিজে বিয়ার খেয়ে দুটি মহিলাকে সেটা খেতে বাধ্য করেন। একজন পালিয়ে গেলে আরেকজনকে ধর্ষণ করেন।