16/03/2023 17:38:34 PM Anusmita 196
সঙ্গম গেমের পর প্রেমিককে খুন করলো প্রেমিকা। তাঁর মাথা এবং লিঙ্গ একটি বালতিতে পুরে রাখলেন ওই অভিযুক্ত মহিলা। মৃতদেহের অন্য অংশগুলি ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন বলে অভিযোগ। ডেনিস জানান, খুনের পর প্রেমিকের দেহের অংশ কোথায় রয়েছে, তা খুঁজতে মজা লাগতো তাঁর।