16/03/2023 17:01:21 PM Sweta Mitra 214
নিজস্ব সংবাদদাতাঃ সুস্থ স্তনের অধিকারী হতে কোন নারীই না চান? তবে ভালো এবং সুস্থ স্তনের অধিকারী হতে হলে মেনে চলতে হবে চিকিৎসকদের কিছু পরামর্শ। যেমন কালো আঙ্গুর খান। আঙ্গুরে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট রেসভেরাট্রোল আপনার কোষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে যা ক্যান্সারের কারণ হতে পারে।