এইচ১এন১, এইচ৩এন২ সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব


11/03/2023 15:27:38 PM   Aniruddha Chakraborty         336







নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ শনিবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে লেখা চিঠিতে দেশের কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অন্যান্য ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা এবং গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের অসুস্থতার (আইএলআই / এসএআরআই) ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চিঠিতে ভূষণ বলেন, "স্বাস্থ্যবিধি মেনে চলা, লক্ষণগুলোর প্রাথমিক রিপোর্টিং প্রচার করা এবং শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছেন এমন ব্যক্তিদের সংস্পর্শ সীমিত করার বিষয়ে সম্প্রদায়ের সচেতনতা বাড়ানো গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, "বর্তমান মরসুমে বিভিন্ন আবহাওয়া পরিস্থিতি এবং আচরণগত কারণ (যেমন ব্যক্তিগত স্বাস্থ্যবিধির প্রতি পর্যাপ্ত মনোযোগ না দেওয়া, অন্যের কাছাকাছি যথাযথ সুরক্ষা ছাড়াই হাঁচি-কাশি, মানুষের অভ্যন্তরীণ জমায়েত বন্ধ করা ইত্যাদি) ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১ এন১, এইচ৩ এন২ ইত্যাদি), অ্যাডেনোভাইরাস ইত্যাদির মতো বেশ কয়েকটি ভাইরাল শ্বাসযন্ত্রের প্যাথোজেনগুলোর সঞ্চালনের জন্য পরিবেশকে অনুকূল করে তুলুন।" 




আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221599
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221598
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm  











TAGS :        Union Health Secretary Rajesh Bhushan States and Union Territories H1N1 H3N2 alert states health latest news india