এইচ৩এন২ ভাইরাসঃ রাজ্যগুলোকে সতর্ক থাকার বার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর


10/03/2023 19:04:59 PM   Aniruddha Chakraborty         362







নিজস্ব সংবাদদাতাঃ ভারতে এইচ৩এন২ ভাইরাসের প্রাদুর্ভাব দ্রুত বাড়ছে। ভারত সরকার জানিয়েছে, এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু হয়েছে, একজন হরিয়ানায় এবং অন্যজন কর্ণাটকে। এইচ৩এন২ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্রমবর্ধমান ঘটনা পর্যালোচনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বৈঠক করেছে। এইচ৩এন২ ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ এর আগেও দেশে ছড়িয়ে পড়েছে। এবারও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। দিল্লি এনসিআরেও এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। দেশটিতে এইচ৩এন২ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০ জন এবং এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আটজন। এদিন বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, "রাজ্যগুলোকে সতর্ক থাকতে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পরামর্শ জারি করা হয়েছে। ভারত সরকার রাজ্যগুলোর সঙ্গে কাজ করছে এবং পরিস্থিতি মোকাবেলায় জনস্বাস্থ্য ব্যবস্থায় সহায়তা দিচ্ছে।"




আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221381
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221383
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm  











TAGS :        H3N2 Influenza virus delhi india alert state government Union Health Minister latest news