04/03/2023 17:16:21 PM Sweta Mitra 502
নিজস্ব সংবাদদাতাঃ হোলিতে নিজের নখকে বাঁচাতে চান? তাহলে অবশ্যই রঙের উৎসবে গ্লাভস পড়ে মেতে উঠুন। শুনতে অবাক লাগলেও এমনটাই পরামর্শ দিচ্ছেন অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হাসপাতালের প্রফেসর এবং সিনিয়র পরামর্শদাতা, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ কৌশিক লাহিড়ী। তিনি জানান, 'যে ময়াশ্চেরাইজার আপনার রোজ ব্যবহার করেন তা হোলি খেলার আগে ভালো করে হাতে এবং নখে লাগিয়ে নিন।'