04/03/2023 15:22:35 PM Sweta Mitra 501
নিজস্ব সংবাদদাতাঃ আসছে দোল উৎসব। আর এই দোল উৎসবকে ঘিরে রয়েছে কত কিছুর প্ল্যান। বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া, হই হুল্লোড়, রঙ খেলায় মেতে ওঠার পরিকল্পনা আছে নিশ্চয়ই আপনারও। কিন্তু এই দোলে নিজের ত্বকের কীভাবে যত্ন নেওয়া যায় সে বিষয়ে অনেকেই হয়তো জানেন না। ফলে এহেন অবস্থায় নিজের ত্বকের কীভাবে যত্ন নেবেন সে বিষয়ে জানালেন অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হাসপাতালের প্রফেসর এবং সিনিয়র পরামর্শদাতা, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ কৌশিক লাহিড়ী। তাঁকে প্রশ্ন করা হয় যে শিশুদের মুখ থেকে রঙ মুছে ফেলার উপায় কী? এ বিষয়ে বিশিষ্ট চিকিৎসক জানান, '১ বছরের নীচে যে শিশুরা রয়েছেন তাঁদের রঙ মাখানো একেবারেই উচিৎ নয়। যাদের বয়স ৩-১১ বছর, তাঁদের উচিৎ হোলি খেলার আগে গায়ে ময়শ্চারাইজার লাগিয়ে নেওয়া।'