28/02/2023 17:54:50 PM Sweta Mitra 675
নিজস্ব সংবাদদাতাঃ কোভিড পরবর্তী মানুষের স্বাস্থ্য নিয়ে এবার উদ্বেগের তথ্য দিলেন ভারতীয় শিশু রোগ বিশেষজ্ঞ
সৌম্য স্বামীনাথন। তিনি বলেন, 'এটা নিশ্চিত যে কোভিডের পরে হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, স্ট্রোকের ঝুঁকি বেড়ে গিয়েছে। কোভিড-১৯-এর পর হার্ট অ্যাটাকের ঝুঁকি টিকা দেওয়ার চেয়ে ৪-৫ শতাংশ বেশি। কোভিড সংক্রমণ নিজেই পরবর্তী হার্ট অ্যাটাকের জন্য একটি প্রধান ঝুঁকির কারণ।'
It is well established that after COVID risk of heart attacks, diabetes, strokes goes up. Risk of getting a heart attack is 4-5% higher after COVID than getting it after vaccination. COVID infection is itself a main risk factor for subsequent heart attacks: Soumya Swaminathan pic.twitter.com/ySefq1vlSX
— ANI (@ANI) February 28, 2023