স্পেনে কাঁপুনি ধরাতে শুরু করেছে মারবার্গ ভাইরাস, আক্রান্ত ১


25/02/2023 15:34:02 PM   Aniruddha Chakraborty         686







নিজস্ব সংবাদদাতাঃ স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, এক ব্যক্তি মারবার্গ ভাইরাসে আক্রান্ত হয়েছে, এটি একটি মারাত্মক সংক্রামক রোগ, যার ফলে ইকুয়েটোরিয়াল গিনিতে ২০০ জনেরও বেশি লোককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সম্প্রতি ইকুয়েটোরিয়াল গিনিতে থাকা ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে একটি বেসরকারি হাসপাতাল থেকে ভ্যালেন্সিয়ার লা ফে হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, মারবার্গ ভাইরাসে মৃত্যুর হার ৮৮ শতাংশ পর্যন্ত হতে পারে। এটির চিকিৎসার জন্য কোনও ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল চিকিৎসা অনুমোদিত নেই।




আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221380
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221597
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm  











TAGS :        spain marburg virus Marburg disease spain health department Equatorial Guinea people quarantine