অ্যাডিনোর শক্তিবৃদ্ধিতে শিশু স্বাস্থ্যে নজর পুরসভার, জারি একগুচ্ছ নির্দেশিকা


25/02/2023 11:26:08 AM   Pallabi Sanyal         677







নিজস্ব সংবাদদাতা : চোখ রাঙাচ্ছে অ্যাডিনো ভাইরাস। ক্রমে অ্যাডিনোর শক্তিবৃদ্ধি ঘটছে। যা কপালে চিন্তার ভাঁজ ফেলছে চিকিৎসক থেকে শুরু করে অভিভাবকদের। তবে, বড়দের শরীরেও অ্যাডিনো বাসা বাঁধছে বলে অনুমান করা হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগছেন তাদের নিয়ে উদ্বেগ বাড়ছে। ভ্যারিয়েন্ট বদলে শক্তিশালী হচ্ছে অ্যাডিনো। এমনটাই মনে করছেন চিকিৎসক মহলের একাংশ। ছোটরা এই ভাইরাসে আক্রান্ত হলেও বড়রাও আক্রান্ত হতে পারে। এদিকে, শিশু স্বাস্থ্যের দিকে নজর দিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা। নির্দেশিকায় বলা হয়েছে, স্বাস্থ্যকেন্দ্রে অসুস্থ শিশুর অভিভাবকের কাছ থেকে বিস্তারিত জানবেন মেডিক্যাল অফিসার। অসুস্থ শিশুর চিকিৎসা হাসপাতালে হবে না বাড়িতে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন মেডিক্যাল অফিসার।স্বেচ্ছাসেবক স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীরা বাড়ি গিয়ে শিশুদের স্বাস্থ্যের খোঁজ নেবেন। অসুস্থ শিশুকে স্বাস্থ্য কেন্দ্রে আনার ব্যবস্থা করতে হবে।চিকিৎসকের অনুমতি ছাড়া ফার্মাসিস্টরা ওষুধ দেবেন না। ল্যাবরেটরিতে শিশুর স্বাস্থ্য পরীক্ষা করে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে দ্রুত রিপোর্ট জানাতে হবে। পুরসভার নির্দেশিতায় এও বলা হয়েছে যে কোনো শিশু অসুস্থ হলে বাড়িতে রাখা যাবে না। শিশু যদি জ্বরে আক্রান্ত হয়, তবে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে তাকে। চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়ানেো যাবে না কোনো ওষুধ।




আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221381
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221597
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm  











TAGS :        #Adenovirus #kolkatamunicipality #doctor #varrient #hospital #children #TrendingNews #TRENDINGNEWSTODAY #dailynewsupdate #dailynews #LatestNews #BengaliNews #bengalinewslive #Anmnews #Westbengal #India