প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে মালি সফর করবেন ল্যাভরভ


05/02/2023 23:27:23 PM   Aniruddha Chakraborty         21







নিজস্ব সংবাদদাতাঃ মালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চলতি সপ্তাহে দুই দিনের মালি সফর করবেন। সূত্রে খবর, ল্যাভরভ সোমবার বামাকোতে পৌঁছাবেন। এই প্রথম কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পশ্চিম আফ্রিকার দেশটি সফর করবেন এবং ইউক্রেন আক্রমণ নিয়ে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে দ্বন্দ্বের সময় এই মহাদেশে মস্কোর প্রবেশাধিকার বাড়ানোর দিকে মনোনিবেশের প্রতিফলন ঘটেছে। মালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এই উচ্চ পর্যায়ের সফর। 




আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=222488
https://anmnews.in/Home/GetNewsDetails?p=222491
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm  











TAGS :        russia russian foreign minister sergei lavrov defence ties visit mali mali foreign ministry trending news latest news