বাখমুত এখনও শক্ত ঘাঁটিঃ ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী
05/02/2023 23:15:56 PM Aniruddha Chakraborty 9
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, পূর্বাঞ্চলীয় শহর বাখমুত এখনও একটি শক্ত ঘাঁটি।রেজনিকভ বলেন, "এটি এখনও একটি প্রতীক।" শহরটির উপর ইউক্রেনের অব্যাহত দখলকে দেশটির প্রতিরোধের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। রাশিয়ার বেসরকারী সামরিক গোষ্ঠী ওয়াগনার-এর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বলেন, "ইউক্রেনের শহরটির প্রতিরক্ষা ব্যবস্থা এখনও প্রতিটি রাস্তা, প্রতিটি বাড়ি, প্রতিটি সিঁড়ির জন্য প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছে।"