ভুয়ো ফ্ল্যাগ অপারেশনে ভবন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইউক্রেন: রাশিয়া
05/02/2023 21:38:17 PM Aniruddha Chakraborty 125
নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের বিরুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামতোর্স্ক শহরের ভবনগুলো উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে। এরপর মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং ভুয়ো পতাকা অভিযানে বেসামরিক নাগরিকদের টার্গেট করার অভিযোগ এনেছে ইউক্রেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ পশ্চিমা সরকারগুলোকে দেশটিতে অস্ত্র সরবরাহ বাড়ানোর জন্য চাপ দেওয়ার জন্য ব্যবহার করবে। ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরের একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। রাশিয়া এই হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। মস্কো ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযান' চালানোর সময় বেসামরিক নাগরিকদের টার্গেট করার কথা অস্বীকার করেছে।