বিশ্ব চ্যাম্পিয়নকে ছাপিয়ে সোনা জিতলেন ভারতের তেজস্বী


05/02/2023 20:47:49 PM   Pritam Santra         25







নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন এবং কমনওয়েলথ গেমসের স্বর্ণপদকজয়ী বাহামার ডোনাল্ড থমাসকে অতিক্রম করে নিউ ব্যালেন্স ইনডোর গ্র্যান্ড প্রিক্সে শীর্ষস্থান অর্জন করেছেন ভারতীয় হাই জাম্পার তেজস্বীন শঙ্কর। ২০০৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ২০১০ সালের কমনওয়েলথ গেমসের স্বর্ণপদকজয়ী ৩৮ বছর বয়সী থমাসকে পেছনে ফেলে ২.২৬ মিটার লাফ দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ২৪ বছর বয়সী এই অ্যাথলিট। ডোনাল্ড ২.২৩ মিটারের লাফ দিয়েছিলেন। ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ব্রোঞ্জ পদক বিজয়ী শঙ্কর তার প্রথম চারটি প্রচেষ্টায় ২.১৪, ২.১৯, ২.২৩ এবং ২.২৬ মিটার অতিক্রম করেছিলেন।




আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221597
https://anmnews.in/Home/GetNewsDetails?p=221381
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm  











TAGS :        Tejaswin Shankar TrendingNews TRENDINGNEWSTODAY Banglanews BengaliNewsLive BengaliNews samachar BreakingNews newsupdates dailynews dailynewsupdate latestnews news india anmnews