05/02/2023 19:58:22 PM Pritam Santra 16
নিজস্ব সংবাদদাতাঃ খেলো ইন্ডিয়ায় দেশের অন্যান্য রাজ্যগুলোকে পিছনে ফেলে দিয়েছে হরিয়ানা। ইতিমধ্যে ৪৯টি পদক জিতেছেন হরিয়ানার খেলোয়াড়রা। যার মধ্যে রয়েছে ২২টি সোনার পদক। এছাড়াও রয়েছে ১৫টি রৌপ্য পদক এবং ১২টি ব্রোঞ্জের পদক। মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেছেন, 'এই পরিসংখ্যান এটাই প্রমাণ করে যে দেশের প্রতিভার অন্যতম বৃহৎ উৎস হরিয়ানা।'