05/02/2023 19:48:37 PM Pritam Santra 19
নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে জিমন্যাস্টিকস টেবিল ভল্ট ইভেন্টে শীর্ষ স্থান অর্জন করেছেন তেলেঙ্গানার পি সুরভী প্রসন্ন। ১১.৬৩ স্কোর করে স্বর্ণ পদক জিতেছেন। মহারাষ্ট্রের রিয়া কেলকর এবং পশ্চিমবঙ্গের জিনিয়া যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন। তিনি ৭.১৭.৩৭ সেকেন্ড সময় নিয়ে ইভেন্টে দ্বিতীয় সেরা হয়ে ওঠেন।