05/02/2023 18:57:20 PM Pritam Santra 16
নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় বিস্ফোরণ। বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই পুলিশ কর্মী। তবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং প্রাক্তন তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি এই বিস্ফোরণে প্রাণে বেঁচে গিয়েছেন। বাবর ও শহীদ আফ্রিদি-সহ বেশ কয়েকজন শীর্ষ পাকিস্তানি ক্রিকেটার বিস্ফোরণ থেকে কিছুটা দূরে নবাব আকবর বুগতি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একটি প্রদর্শনী ম্যাচ খেলছিলেন।
BOOM
— #DextrousNinja (@Ninja0179048354) February 5, 2023
Massive explosion near FC check point in Quetta.
The party is on pic.twitter.com/GiZvdbzTYh