05/02/2023 18:26:12 PM Ahana Chatterjee 257
নিজস্ব সংবাদদাতাঃ আমি এতদিন ধরে জেডিইউর হয়ে কাজ করছি, কিন্তু মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই বিষয়ে খুব একটা মনোযোগ দিচ্ছেন না এবং সেই কারণেই আমি দলীয় কর্মীদের একটি মিটিং ডেকেছিলাম যাতে আমরা এই দলটিকে বাঁচানোর জন্য একটি সমাধান খুঁজে পেতে পারি, এমনটাই জানিয়েছে জাতীয় সংসদীয় বোর্ডের সভাপতি তথা জেডিইউ নেতা উপেন্দ্র কুশওয়াহা। তিনি বলেন, 'যারা আমার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে গুজব ছড়াচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন এটাই যে আমি কেন বিজেপিতে যোগ দেব? আমি জেডিইউকে রক্ষা করার চেষ্টা করছি।'
Those who’re spreading rumours of me joining BJP are those who don’t have answers to my questions. Why should I join BJP? I’m trying to protect JD(U): Upendra Kushwaha, National Parliamentary Board President, JD(U) pic.twitter.com/Xktegic5bm
— ANI (@ANI) February 5, 2023