05/02/2023 18:15:26 PM Ahana Chatterjee 15
নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমের মাড়গ্রামের বিস্ফোরণ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতির আঙিনা। এই ঘটনায় ৪ জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। খবর পাওয়া গিয়েছে যে মাড়গ্রাম বিস্ফোরণে ইতিমধ্যে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১৫ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই বিস্ফোরণে মাড়গ্রামের পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ এবং তার সঙ্গী নিউটন শেখ মারা গিয়েছেন। তাদের মরদেহ গ্রামে পৌঁছেছে। পুলিশ জানিয়েছে যে বাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে।