05/02/2023 16:43:06 PM Aniket 160
নিজস্ব সংবাদদাতা: ফের ভাঙনের পথে নেপালের সরকার গঠনকারী দলগুলির জোট। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহলের নেতৃত্বাধীন মন্ত্রিসভা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)।
রবিবার অনুষ্ঠিত দলীয় বৈঠকে মন্ত্রিসভা থেকে ওয়াক আউটের সিদ্ধান্ত নেয় এই দল। উল্লেখ্য, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ১৯ জন এমপি নিয়ে জোটের চতুর্থ বৃহত্তম দল।
Nepal | Rashtriya Swatantra Party (RSP) has decided to walk out of Nepal's Cabinet led by PM Pushpa Kamal Dahal 'Prachanda'. The party meeting held on Sunday decided to walk out of the Cabinet.
— ANI (@ANI) February 5, 2023
Rashtriya Swatantra Party is 4th largest party in the coalition with 19 MPs.