05/02/2023 16:33:17 PM Ahana Chatterjee 217
নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দিল্লির উত্তরাখণ্ড সদন থেকে যোশীমঠ বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী পাঠালেন আজ। দেখুন সেই ভিডিও। প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরাখণ্ড সরকার ওই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ২৯৬ টি পরিবারের ৯৯৫ জন সদস্যকে জোশীমঠ থেকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করেছে, এমনটাই জানিয়েছেন জিতেন্দ্র সিং।
#WATCH | Uttarakhand CM Pushkar Singh Dhami flagged off vehicles carrying relief material for #Joshimath land subsidence-affected people, from Uttarakhand Sadan in Delhi today. pic.twitter.com/gS4MtmAm0T
— ANI (@ANI) February 5, 2023